টিএসপি সারের কাজ কি, টিএসপি সারের দাম এবং সারের ব্যবহার

আপনি যদি টিএসপি সারের কাজ কি, টিএসপি সারের দাম এবং টিএসপি সারের ব্যবহার সম্পর্কে জানতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক উপকারী হবে বলে আমি মনে করি।  

জেনে নিন যে আপনি এই আর্টিকেল থেকে কি কি জানতে পারবেন! আপনি এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন  টিএসপি সারের কাজ কি, টিএসপি সারের দাম এবং টিএসপি সারের ব্যবহার সম্পর্কে একদম বিস্তারিত তথ্য। 

টিএসপি সারের কাজ কি

টিএসপি সারের কাজ কি

টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট (Triple Super Phosphate) ও ডিএপি বা ডাই এ্যামোনিয়াম ফসফেট (Diammonium Phosphate) এইগুলো হলো এক ধরনের ফসফেট জাতীয় রাসায়নিক সার। মনে রাখবেন যে, এই সার দুটোতে ফসফরাস থাকে শতকরা ২০ ভাগ বা ২০%।

TSP-তে রয়েছে শতকরা ১৩ ভাগ ক্যালসিয়াম (Ca) এবং ১.৩ ভাগ গন্ধক। এছাড়াও,DMP-তে ফসফেট বাদেও ১৮% নাইট্রোজেন বিদ্যমান থাকে

জেনে নিন টিএসপি সারের কাজ কি;

  1. এটি গাছের কোষ বিভাজনে অংশগ্রহণ করে। 
  2. এটি উদ্ভিদের শর্করা উৎপাদন ও আত্তীকরণে সাহায্য করে। 
  3. এটি গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে অনেক সাহায্য করে। 
  4. গাছের গুনগত আরো কাঠামো শক্তিশালী করে এবং গাছকে নেতিয়ে পড়া থেকে রক্ষা করে 
  5. উদ্ভিদের ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে 
  6. যেকোনো উদ্ভিদের ফুল, ফল ও বীজের গুণগত মান বৃদ্ধি করে।

আরও পড়ুনঃ কোন সারের কি কাজ-পটাশ,টিএসপি,ইউরিয়া,বোরন সারের কাজ কি

টিএসপি সারের ব্যবহার

ইতোপূর্বে আমরা টিএসপি সারের কাজ কি সম্পর্কে জেনেছি এখন আমরা টিএসপি সারের ব্যবহার সম্পর্কে জানবো।

প্রথমত, গাছের জন্য মাটি তৈরি করার সময় মাটির সঙ্গে বিভিন্ন উপাদানের পাশাপাশি টিএসপি (TSP ) সার মেশাতে পারেন। প্রতি মিশ্রণে ৪% টিএসপি (TSP) সার রাখতে পারেন।  

টিএসপি (TSP ) সার প্রয়োগের ফলে গাছ লাগানোর পর গাছটিতে ফসফরাসের অভাব হবে না। আর উল্লেখ্য যে ; মাটিতে টিএসপি পটাশ ও ডিএপি সার মেশাতে পারেন। তবে এই রাসায়নিক সার মাটিতে মেশানোর পর সেই মাটি তিন থেকে চার দিন (৩-৪ দিন) পর ব্যবহার করা উত্তম।  

পাশাপাশি আপনি চাইলে টপ এর চারপাশে 15 থেকে 20 দানা পরিমাণ সার ছড়িয়ে দিতে পারেন।

কিছু সতর্কতাঃ  টি এস পি (TSP) সার  অধিক মাত্রায় ব্যবহারে ইউরিয়া সারের মত খুব বেশি ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা নাই। তবুও পরিমাণ মতো ব্যবহার করাই উত্তম বলে মনি করি। টি এস পি (TSP) সার অতিরিক্ত ব্যবহারে গাছের ফলন ও বৃদ্ধি কমে যেতে পারে।

টিএসপি সারের কাজ কি

টিএসপি সারের দাম

আমরা এতক্ষন টিএসপি সারের কাজ কি এবং টিএসপি সারের ব্যবহার সম্পর্কে জানলাম, এখন আমরা জন্য টিএসপি সারের দাম সম্পর্কে। 

তবে, প্রথমেই বলে নেই যে, এই টিএসপি সারের দাম একেক জায়গায় একরকম হতে পারে। তবে খুব বেশি পার্থক্য থাকবে না। বিশেষ করে, আপনি এর দাম কত সেটা জানতে পারবেন আপনার নিকটস্থ দোকানে যে তারা কত করে বিক্রি করতেছে।  

আমি আপনাকে একটি তালিকার মাদ্ধমে দাম সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। 

এলাকা / জেলাসরকারি মূল্য (কৃষক পর্যায়ে)বাজারমূল্য (প্রতি কেজি)
সারা দেশ (সরকার নির্ধারিত)Tk 27
লক্ষ্মীপুর, রাজশাহী, নওগাঁTk 27Tk 30–35
রাজশাহী (ওপেন মার্কেট)Tk 27Tk 34
খুলনাতে (দুমুরিয়া)Tk 27Tk 30–35
বাগেরহাট (বাঘাল ইউনিয়ন)Tk 27Tk 35
দিনাজপুর (মিস্ত্রীপাড়া)Tk 27Tk 31
বিরালে (গোবিন্দপুর)Tk 27সংকট ও পরিবহন খরচে ভিন্নতা

আরও পড়ুনঃ কৃষি ঋণের উৎস গুলো কি কি-প্রাতিষ্ঠানিক,অপ্রাতিষ্ঠানিক, উপানুষ্ঠানিক

টিএসপি সারের অভাবজনিত লক্ষণ

নিম্নে টিএসপি সারের অভাবজনিত লক্ষণগুলো দেখে নিন ;

  • মাটিতে ফসফরাসের ঘাটতি হলে কাণ্ড এবং মূলের বৃদ্ধি দিন দিন করে যায়। 
  • গাছের বৃদ্ধি কমে যায় বা পাকানো হয়। 
  • গাছের পুরাতন পাতা অকালে ঝরে যায়। 
  • পার্শ্বীয় কাণ্ড এবং কুড়ির বৃদ্ধি হ্রাস পায়।
  • ফুলের উৎপাদন কমে যায়।
  • পাতার গোড়া রক্তবর্ণ অথবা ব্রোনজ রঙ ধারণ করে।
  • পাতার পৃষ্ঠভাগ নীলাভ সবুজ রং ধারণ করে।
  • পাতার কিনারে বাদামি বিবর্ণতা দেখা যায় এবং পাতা শুকিয়ে যায়।
  • রোগ প্রতিরোধক ক্ষমতা দিন দিন হ্রাস পায়।

উপসংহার 

আচ্ছা! আপনি তো টিএসপি সারের কাজ কি,টিএসপি সারের ব্যবহার এবং  টিএসপি সারের দাম সম্পর্কে একদম বিস্তারিতভাবে জানতে পেরেছেন। এছাড়াও, জানতে পারলেন টিএসপি সারের  অভাবজনিত লক্ষণগুলো।  এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের কে জানাবেন অথবা নিচে কমেন্ট করবেন।

FAQ 

প্রশ্নঃ টিএসপি সারের সঠিক ব্যবহার কেমন হওয়া উচিত?
উত্তরঃ টিএসপি সার সাধারণত চাষের শুরুতে কিংবা জমি প্রস্তুতের সময় মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হয়। তবে, ফসলভেদে ডোজ পরিবর্তিত হতে পারে, তাই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।

প্রশ্নঃ টিএসপি সার কোন ফসলে সবচেয়ে বেশি ব্যবহার হয়?
উত্তরঃ ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, চীনাবাদাম ও সবজিতে টিএসপি সার ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

প্রশ্নঃ টিএসপি সার ব্যবহার করলে কি মাটির গুণাগুণ নষ্ট হয়?
উত্তরঃ সঠিক মাত্রায় ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয় না বরং উর্বরতা বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত ব্যবহার করলে মাটির pH পরিবর্তন করে ক্ষতি করতে পারে।

আরও পড়ুনঃ ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা,সিডিউল,ভ্যাকসিন দাম এবং দেওয়ার নিয়ম

শেয়ার করুন
Moshiur Rahman

I am Moshiur Rahman, an enthusiastic writer on agricultural information and research. I strive to deliver reliable and easy-to-understand information on modern agricultural technology, crop production, agricultural loans, and agricultural development, so that farmers and all those involved in agriculture can benefit.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top