ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা,সিডিউল,ভ্যাকসিন দাম এবং দেওয়ার নিয়ম

আপনি যদি ব্রয়লার মুরগি পালন করে থাকেন, তাহলে আপনার জন্য ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা খুবই প্রয়োজন। কেননা, এই ব্রয়লার মুরগি পালনের জন্য এইগুলাকে সঠিক সময়ে সঠিক নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দিতে হয়।

তাহলে চলুন বেশি আজে বাজে কথা না বলে মূল আলোচনায় যাই। শুরুতেই একটু জেনে নেই যে , আপনি এখানে আজকে কি কি জানতে পারবেন! আপনি আজকে এখানে জানতে পারবেন ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা,ভ্যাকসিন সিডিউল,ভ্যাকসিন দেওয়ার নিয়ম, ভ্যাকসিন দাম সম্পর্কে একদম খুঁটি নাটি বিস্তারিত।

ব্রয়লার মুরগির ভ্যাকসিন

ব্রয়লার মুরগির ভ্যাকসিন

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সম্পর্কে জানার পূর্বে আগে আপনাকে জানতে হবে যে, এই ব্রয়লার মুরগি পালনের ক্ষেত্রে ব্রয়লার মুরগির মধ্যে কোন কোন রোগগুলো হয়ে থাকে, আর কোন কোন রোগের জন্য ভ্যাকসিন দেয়া উচিত বা আপনাকে সেটি দিতে হবে।

তো ব্রয়লার বা পোল্ট্রি মুরগির রোগগুলো দেখে নিন একনজরে;

  • নিউক্যাসেল রোগ (Ranikhet)
  • গামবোরো রোগ (Gumboro)
  • নফেকশাস ব্রঙ্কাইটিস
  • এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Bird Flu)
  • কক্সিডিওসিস (Coccidiosis)
  • মাইকোপ্লাজমোসিস
  • সালমোনেলা (Salmonella)
  • ফাউল পক্স
  • শীতজনিত সর্দি
  • ভিটামিনের ঘাটতি

আচ্ছা! এইরকমের থেকে যদি একটা ছকের মাধ্যমে আপনার সামনে বিষয়টা তুলে
ধরি তাহলে হয়তো আপনি আরো ভালোভাবে বুঝতে পারেবন। তাহলে দেখে নিন ছকের মাধ্যমে;

রোগের নামরোগের ধরনপ্রধান লক্ষণ
1. নিউক্যাসেল রোগ (Ranikhet)ভাইরাসজনিতহাঁচি, ঘাড় বাঁকা, খাওয়া কমে যাওয়া
2. গামবোরো রোগ (Gumboro)ভাইরাসজনিতদুর্বলতা, শরীর ঝিম ঝিম, ডিম কমে যাওয়া
3. ইনফেকশাস ব্রঙ্কাইটিসভাইরাসজনিতসর্দি, হাঁচি, কাশির মতো শব্দ
4. এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Bird Flu)ভাইরাসজনিতহঠাৎ মৃত্যু, মুখে ফেনা, গলায় পানি জমে
5. কক্সিডিওসিস (Coccidiosis)পরজীবীজনিতপাতলা পায়খানা (কখনও রক্তাক্ত), দুর্বলতা
6. মাইকোপ্লাজমোসিসব্যাকটেরিয়াজনিতচোখে পানি, শ্বাসকষ্ট, কম ওজন বৃদ্ধি
7. সালমোনেলা (Salmonella)ব্যাকটেরিয়াজনিতপাতলা পায়খানা, খাওয়ার অনীহা
8. ফাউল পক্সভাইরাসজনিতমুখে দানা বা গুটি, ক্ষুধামন্দা
9. শীতজনিত সর্দিপরিবেশজনিতসর্দি, হাঁচি, শ্বাস নিতে কষ্ট
10. ভিটামিনের ঘাটতিপুষ্টিহীনতাদুর্বলতা, খোঁড়ানো, পালক ঝরা

আরও পড়ুন : ব্রয়লার মুরগি পালন পদ্ধতি -ওজন বৃদ্ধির চার্ট,বাচ্চা উৎপাদন,ওজন বৃদ্ধির ঔষধ

ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা

পূর্বে আমরা মুরগির রোগ ও রোগের লক্ষণগুলো সম্পর্কে জানলাম এখন আমরা ব্রয়লার মুরগির ভ্যাকসিন তালিকা সম্পর্কে একদম ভালোভাবেই জানবো।

আমি আপনাকে একটা পরামর্শ দিবো যে, আপনি অবশ্যই একজন দক্ষ প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহন করবেন। কেননা, তারা আপনার মুরগি দেখেই সঠিক রোগ নির্বাচন করতে পারবে এবং আপনাকে এর জন্য সঠিক ভ্যাকসিন এর পরামর্শ দিবে।

বয়স (দিন)ভ্যাকসিনের নামরোগের নামদেয়ার পদ্ধতি
১-৪ দিনআই বি+এনডি (IB+ND)রাণীক্ষেত ও ব্রঙ্কাইটিসএক চোখে এক ফোঁটা
৮-৯ দিনআই বিডি (IBD)গামবোরোমুখে এক ফোঁটা করে এবং খাবার পানিতে
১৪-১৫ দিনআই বিডি (IBD)গামবোরো (Gumboro)মুখে এক ফোঁটা করে এবং খাবার পানিতে
১৮-২০ দিনLaSota (NDV LaSota)রাণীক্ষেতমুখে এক ফোঁটা করে এবং খাবার পানিতে
২০-৩০ দিনরোগ অনুযায়ীরোগ অনুযায়ীডাক্তারের পরামর্শ অনুযারী
ব্রয়লার মুরগির ভ্যাকসিন

ব্রয়লার মুরগির ভ্যাকসিন সিডিউল

প্রথমেই আপনাকে জানিয়ে দেই যে, এই ভ্যাকসিন সিডিউল মানে হলো মুরগির বয়স অনুযায়ী কোন দিন কোন রোগের জন্য কী ভ্যাকসিন দেওয়া হবে এবং কখন, কিভাবে, ও কয়বার দিতে হবে সেটিকে বোঝায়। তাহলে দেরি নয়! চলুন ভ্যাকসিন সিডিউল দেখে নেই।

মুরগির বয়সরোগের নামভ্যাকসিনের নামপ্রয়োগ পদ্ধতি
১-৪ দিনরাণীক্ষেত + ব্রঙ্কাইটিসIB + NDচোখে এক ফোঁটা অথবা পানির মাধ্যমে
৮-৯ দিনগাম্বোরোIBD (1st Dose)পানির মাধ্যমে অথবা চোখে ফোটা
১৪-১৫ দিনগাম্বোরো (২য় ডোজ)IBD (2nd Dose)পানির মাধ্যমে
১৮-২০ দিনরাণীক্ষেতLaSota NDVপানির মাধ্যমে
২০-৩০ দিনঅন্যান্য রোগযথাযথ ভ্যাকসিনভেটেরিনারির পরামর্শ অনুযায়ী

ব্রয়লার মুরগির ভ্যাকসিন দাম

বর্তমানে বাংলাদেশের বাজার অনুযায়ী মুরগির ভ্যাকসিনের দাম আপনার সামনে তুলে ধরা হলো। তবে, একটু কম বেশি হতে পারে যদি হঠাৎ করেই দাম বেড়ে যায়। দেখে নিন মুরগির ভ্যাকসিন দাম;

রোগ/ভ্যাকসিননাম (ডোজ অনুযায়ী)আনুমানিক বিক্রয় মূল্য
রাণীক্ষেত + ব্রঙ্কাইটিসPoulShot B1 + IB৪৩২ টাকা
শুধু গাম্বোরোPoulShot Gumboro৪৭৭ টাকা
IBD + (উন্নত)PoulShot IBD Win+৭১৪ টাকা
LaSota (নিউক্যাসেল)PoulShot LaSota২৭২ টাকা
LaSota + আই বিPoulShot LaSota + IB৪১৯ টাকা

এই তালিকার পর আপনি আপনার নিকটস্থ দোকানে দাম জিজ্ঞেস করে দেখতে পারেন। কেননা, একটু কম বেশি হতে পারে।

ব্রয়লার মুরগির ভ্যাকসিন

ব্রয়লার মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়ম

ভ্যাকসিন দেওয়ার নিয়ম আপনাকে অবশ্যই জানতেই হবে। আর আপনাকে এখানে কোনো প্রকার গরমিল করা যাবে না। একদম সঠিকভাবে ও সঠিক নিয়মে ভ্যাকসিন দিতে হবে।

ব্রয়লার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সময়মতো ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি। সঠিক নিয়মে ভ্যাকসিন না দিলে মুরগি সহজেই অসুস্থ হয়ে পড়ে এবং খামারের ক্ষতি হয়। নিচে ভ্যাকসিন দেওয়ার সহজ নিয়ম দেওয়া হলো;

প্রথমে খেয়াল রাখতে হবে, ভ্যাকসিন সবসময় নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। সাধারণত ফ্রিজে (২-৮ ডিগ্রি সেলসিয়াস ) তাপমাত্রায়। তাই, ভ্যাকসিন দেওয়ার আগে মুরগিকে অন্তত ২ ঘণ্টা পানি খাওয়া থেকে বিরত রাখতে হবে, যেন তারা তৃষ্ণার্ত থাকে এবং সহজে ভ্যাকসিনযুক্ত পানি খায়।

ভ্যাকসিন দুইভাবে দেওয়া যায়। i. চোখে ফোঁটা দিয়ে , ii. খাওয়ার পানির মাধ্যমে। চোখে ফোঁটা দেওয়ার জন্য একটি ড্রপার বা বোতলে ভ্যাকসিন ভরে প্রতিটি মুরগির এক চোখে এক ফোঁটা করে দিতে হয়।

অন্যদিকে, পানির মাধ্যমে ভ্যাকসিন দিতে হলে বিশুদ্ধ ঠান্ডা পানি নিতে হবে এবং তার মধ্যে ভ্যাকসিন মিশাতে হবে। অনেকে ৫% স্কিম মিল্ক পাউডার বা সামান্য গুঁড়ো দুধ মেশান, যাতে ভ্যাকসিন নষ্ট না হয়। তারপর সেই পানি তৃষ্ণার্ত মুরগির সামনে দেওয়া হয়, যাতে তারা সহজে খেয়ে ফেলে। তবে খেয়াল রাখবেন যেন সব মুরগি সেই পানি খায়।

ভ্যাকসিন দেওয়ার সময় সব উপকরণ পরিষ্কার রাখা জরুরি। গরম পানি, পুরানো বা অপরিষ্কার বালতি, ব্যবহৃত ভ্যাকসিন — এগুলো একদম ব্যবহার করা যাবে না। ভ্যাকসিন দেয়ারর পরে যেকোনো অবশিষ্ট ভ্যাকসিন ফেলে দিতে হবে, আর পুনরায় সেগুলো ব্যবহার করা যাবে না।

ভ্যাকসিন দেওয়ার পর মুরগিকে নজর রাখতে হবে। যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যেমন : শ্বাসকষ্ট বা দুর্বলতা। তাহলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

উপসংহার

আশা করি যে আপনি সব বুঝতে পারছেন আর ব্রয়লার মুরগির ভ্যাকসিন সম্পর্কে ধারণা পেয়েই গেছেন। এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে , তাহলে অবশ্যই সেটি জানাতে ভুলবেন ন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেয়ার জন্য।

আর অবশ্যই আমি আপনাকে বলবো যে যেকোনো চিকিৎসা করার পূর্বে আপনি একজন দক্ষ প্রাণী চিকিৎসকের পরামর্শ নিবেন এবং সেভাবেই এগিয়ে যাবেন। এইগুলা হচ্ছে আপনাকে একদম ধাৰণা দেয়ার জন্য যাতে আপনি কোথাও থকে না যান।

FAQ

প্রশ্ন : ব্রয়লার মুরগির ভ্যাকসিনের বর্তমান বাজার মূল্য কত?
উত্তর: বাংলাদেশে সাধারণত একটি ভায়াল ভ্যাকসিনের দাম ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, যা ১০০০ থেকে ২০০০ মুরগির জন্য যথেষ্ট। দাম মূলত কোম্পানি ও এর কোয়ালিটির ওপর নির্ভর করে।

প্রশ্ন : ভ্যাকসিন দিলে কি মুরগি অসুস্থ হয়?
উত্তর: সাধারণত না, তবে যদি সঠিক নিয়মে না দেওয়া হয় বা মুরগির শরীর দুর্বল থাকে, তাহলে সাময়িক দুর্বলতা, কাশি বা অরুচি দেখা দিতে পারে। তবে এসব সাধারণত ১-২ দিনের মধ্যে ঠিক হয়ে যায়।

প্রশ্ন : সব ব্রয়লার মুরগিকে কি ভ্যাকসিন দিতে হবে?
উত্তর: হ্যাঁ, সব ব্রয়লার মুরগিকেই নির্দিষ্ট বয়স অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে। নাহলে তারা সহজেই ভাইরাসে আক্রান্ত হয়ে যেতে পারে এবং মৃত্যুঝুঁকি বাড়ে।

প্রশ্ন : কোথা থেকে ভালো মানের ভ্যাকসিন পাওয়া যায়?
উত্তর: সরকারি প্রাণিসম্পদ অফিস, ভেটেরিনারি মেডিসিন শপ বা অনুমোদিত ডিলারদের কাছ থেকে ভালো মানের ভ্যাকসিন পাওয়া যায়।

আরও পড়ুন : কৃষি ঋণের উৎস গুলো কি কি-প্রাতিষ্ঠানিক,অপ্রাতিষ্ঠানিক, উপানুষ্ঠানিক

শেয়ার করুন
Moshiur Rahman

I am Moshiur Rahman, an enthusiastic writer on agricultural information and research. I strive to deliver reliable and easy-to-understand information on modern agricultural technology, crop production, agricultural loans, and agricultural development, so that farmers and all those involved in agriculture can benefit.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top